ইতিহাস থেকে আরও তথ্য

  1. হুল শব্দের অর্থ বিদ্রোহ।
  2. উলগুলান কথার অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা।
  3. খুৎকাঠি কথার অর্থ জমির ওপর যৌথ মালিকানা। খুৎকাঠি প্রথা মুন্ডা বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল।
  4. গদর কথার অর্থ বিপ্লব।
  5. আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয় 1942 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর।
  6. আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু।
  7. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ঝাঁসির রানি ব্রিগেড।
  8. আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন লক্ষ্মী স্বামীনাথন।
  9. সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন।
  10. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু।
  11. অভিনব ভারত গঠন করেন বিনায়ক দামোদর সাভারকার।
  12. আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায়,1815 খ্রিষ্টাব্দে।
  13. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর(1866 খ্রীষ্টাব্দে)।
  14. আদি ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
  15. এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স,1784 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠাতা করেন।
  16. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।
  17. কলকাতা স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন।
  18. সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন।
  19. কেশবচন্দ্র সেন , 1866 খ্রিষ্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
  20. রাজা রামমোহন রায়,1828 খ্রিষ্টাব্দে ব্রাহ্মসভা স্থাপন করেন।
  21. নওজোয়ান ভারতসভার প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং।
  22. নববিধান-এর প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন(1880 খ্রীষ্টাব্দে)।
  23. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।
  24. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন ফজলুল হক এবং আক্রাম খাঁ।
  25. ভারতে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত।
  26. মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে।
  27. সত্যশোধক সমাসজ -এর মুখপত্রের নাম দীন মিত্র।
  28. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয় 1854 খ্রিষ্টাব্দে।
  29. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন স্বদেশি আন্দোলন।
  30. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী।
  31. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ।
  32. অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং।
  33. অসহযোগ আন্দোলন 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দে প্রত্যাহৃত হয়।
  34. আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে শুরু হয়।
  35. আইন অমান্য আন্দোলনের সময় ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে 1930 খ্রিস্টাব্দের 4 মে।
  36. আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন ঊর্মিবালা পারিয়া।
  37. আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট ছিলেন লর্ড আরউইন।
  38. আইন অমান্য আন্দোলন 1934 খ্রিস্টাব্দের 8 মে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয়।
  39. বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন লর্ড কার্জন।
  40. বঙ্গভঙ্গের দিন ধার্য হয় 16ই অক্টোবর, 1905 খ্রীষ্টাব্দে।
  41. বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে রাখিবন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  42. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম ভগিনী নিবেদিতা।
  43. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন সরলাদেবী চৌধুরানি।
  44. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড কার্জন।
  45. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট।
  46. ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা প্রতিনিধির নাম অরুণা আসফ আলি।
  47. ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী সর্বকনিষ্ঠ মহিলা প্রতিনিধির নাম কনকলতা বড়ুয়া।
  48. ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাবে উল্লেখযোগ্য ভূমিকা নেন(নারী) ভোগেশ্বরী ফুকোননী, ঊষা মেহতা।
  49. ভারত ছাড়ো আন্দোলনের সময় ‘ভয়েস অফ ফ্রিডম’ রেডিও চালাতেন ঊষা মেহতা।
  50. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।
  51. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নট নামে ডাকত।
  52. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে।
  53. উনিশ শতককে ভারতের সভাসমিতির যুগ বলেছেন ড. অনিল শীল।
  54. বাংলার ক্যাসটন বলা হয় চার্লস উইলকিনসনকে।
  55. আসামে ভারত ছাড়ো আন্দোলনে কনকলতা বড়ুয়া উল্লেখযোগ্য ভূমিকা নেন।
  56. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়।
  57. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার।
  58. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে আইন অমান্য আন্দোলন শুরু করেন।
  59. বামপন্থী শ্রমিক সংগঠন AITUC প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে।
  60. কানপুরে AITUC-র প্রথম অধিবেশনে 806 জন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন।
  61. AITUC-র প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল।
  62. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন এস বি ঘাটে।
  63. 1964 খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয়।
  64. 1964 খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয়।
  65. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে।
  66. ভারতে কমিউনিস্ট বা সাম্যবাদী-আন্দোলনের জনক বলা হয় নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে।
  67. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দের 26 শে ডিসেম্বর।
  68. ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিঙ্গারভেলু চেট্টিয়ার।
  69. ভারতের কমিউনিস্ট দল 1928 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
  70. ভারতের সাম্যবাদী নেতা রামকৃষ্ণ পিল্লাইকে দেশাভিমানীবলা হয়।
  71. রাজনৈতিক দল সি পি আই ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি।
  72. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তাসখন্দে।
  73. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন পন্ডিতঅশোক মিত্র।
  74. 1902 খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  75. 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।
  76. 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়।
  77. 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয়।
  78. 1858 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়।
  79. কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন।
  80. চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে বিপ্লবী গোপীনাথ সাহা ধরা পড়েন।
  81. মেদিনীপুরের জেলাশাসক ডগলাসকে হত্যা করেন প্রদ্যোৎ ভট্টাচার্য।
  82. মেদিনীপুরের জেলাশাসক পেডিকে হত্যা করেন বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ।
  83. মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করেন অনাথ পাঁজা ও মৃগেন দত্ত।
  84. রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ কর্নেল সিম্পসনকে হত্যা করেন।
  85. সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়।
  86. বাংলায় কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয় মুজাফফর আহমেদকে।
  87. বাংলার বাঘ বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে।
  88. ব্রিটেনে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় শ্যামজি কৃষ্ণবার্মাকে ।
  89. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ভিকাজি রুস্তম কামাকে।
  90. ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয় সরলাদেবী চৌধুরানীকে।
  91. ভারতের প্রথম আধুনিক মানুষ/ভারত পথিক/ভারতের ইরাসমাস বলা হয় রাজা রামমোহন রায়কে।
  92. ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে।
  93. father of modern Indian art বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে।
  94. মাতঙ্গিনি হাজরাকে জোয়ান অব আর্ক বলা হয়।
  95. ‘ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কেকে।
  96. দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় রাসবিহারী বসুকে।
  97. ভারতের একনম্বর আসামি বলা হয় রাসবিহারী বসুকে।
  98. ভারতের ট্রাড্রিশনাল মডার্নাইজার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
  99. মতিলাল তেজওয়াতকে ভারতে গান্ধিজির দূত বলা হত।
  100. বিঠলরাও কয়জি বকের জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলে সম্বোধন করেন।
  101. রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন।
  102. বাংলার জাতীয়তাবাদী নেতা বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ বলা হয়।
  103. বাংলার নানাসাহেব কাকে বলা হয় রামরতন মল্লিককে ।
  104. বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে।
  105. ভারতের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনি হাজরাকে গান্ধিবুড়ি বলা হয়।
  106. ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন বিপিনচন্দ্র পাল।
  107. ভারতের ম্যাকিয়াভেলি বলা হত নানাফড়ন বিশকে।
  108. মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন।
  109. রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।
  110. রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  111. লোকহিতবাদী উপাধিতে ভূষিত হন গোপালহরি দেশমুখ।
  112. রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপান যান।
  113. ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে।
  114. ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে।
  115. ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি।
  116. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্যের নাম প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।
  117. ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধি ছিলেন সারোজিনী নাইডু।
  118. 1857 খ্রিষ্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন।
  119. 1926 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন প্রতিষ্ঠিত হয়।
  120. 1876 খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয়।
  121. 1936 খ্রিস্টাব্দে ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায়।
  122. চন্দননগর বিপ্লবী সমিতির প্রতিষ্ঠাতা মতিলাল রায়।
  123. চট্টগ্রামে বিপ্লববাদের অগ্নিপুরুষ ছিলেন সূর্য সেন।
  124. গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল।
  125. সারাভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে।
  126. সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন ব্রিটিশ সাংসদ ডিজরেলী।
  127. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন রমেশচন্দ্র মজুমদার।
  128. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন দামোদর বিনায়ক সাভারকর।
  129. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের ঘটনা।
  130. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পান্ডে।
  131. 1870 খ্রিষ্টাব্দে নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন। হিন্দুমেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা।
  132. হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন চন্দ্রশেখর আজাদ।
  133. হোমরুল কথার অর্থ স্বায়ত্তশাসন।
  134. সূর্য সেনের ফাঁসি হয় 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি।
  135. স্কটিশ চার্চ কলেজ এর পূর্ব নাম জেনারেল অ্যাসেম্বিলিজ ইনিস্টিটিউট।
  136. স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 খ্রিষ্টাব্দে।
  137. স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন বীণা দাস।
  138. “যত মত তত পথ”- বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ।
  139. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কল্পনা দত্ত সক্রিয় অংশগ্রহণ করেন।
  140. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কৃষক প্রজাপার্টি সংখ্যা গরিষ্ঠতা লাভ করে।
  141. 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয়।
  142. 1897 খ্রিষ্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়।
  143. 1867 খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
  144. 1917 খ্রিস্টাব্দে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয়।
  145. 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ ভগৎ সিং-এর ফাঁসি হয়।
  146. 1872 খ্রিস্টাব্দে ভারতে প্রথম আদমশুমারি হয়।
  147. 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়।
  148. জাতীয় মেলা 1867 খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
  149. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
  150. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম মুক্তিসংঘ।
  151. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলবত্ করেন লর্ড নর্থব্রুক।
  152. নানাসাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধন্দুপথ।
  153. বিধবাবিবাহ আইন পাস হয়েছিল1858 খ্রিষ্টাব্দে 19 শে জুলাই।
  154. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম মানবেন্দ্রনাথ রায় (এম এন রায়)।
  155. বুড়িবালামের যুদ্ধের অপর নাম ইন্দো-জার্মান ষড়যন্ত্র।
  156. বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রধান নেতা ছিলেন হেমচন্দ্র ঘোষ।
  157. বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু।
  158. ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক ছিলেন তারাচাঁদ চক্রবর্তী।
  159. ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকবে স্থাপিত হয় 1851 খ্রিস্টাব্দে। ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
  160. ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতির সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অনুশীলন সমিতিকে ম্যাৎসিনির আত্মজীবনীর প্রথম খণ্ড উপহার দিয়েছিলেন।
  161. ‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ বিরোধী ঘটনার প্রেক্ষিতে 1905 খ্রিস্টাব্দে চিত্রিত হয়। ভারতমাতা চিত্রটির পূর্বনাম ছিল বঙ্গমাতা। ‘ভারতমাতা’ শব্দটি এসেছে ভারতম্বা থেকে।
  162. রাজতরঙ্গিণী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
  163. মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা 33 জন।
  164. হিন্দু থিয়েটার-এর প্রতিষ্ঠাতা প্রসন্নকুমার ঠাকুর।
  165. হান্টার কমিশন ঘোষিত হয় 1882 খ্রিষ্টাব্দে।
  166. হরিজনদের জন্য গান্ধিজির তৈরি করা সংগঠনটির নাম হরিজন সেবক সংঘ।
  167. হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন গান্ধিজি।
  168. স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না উক্তিটি স্বামী বিবেকানন্দের।
  169. স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমঠ উপন্যাসটি।
  170. স্বদেশি আন্দোলনের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হত গোলদিঘির গোলামখানা।
  171. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাস হয় 1878 খ্রিষ্টাব্দে। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বলবৎ করেন লর্ড লিটন।
  172. শিকাগো ধর্ম সভায় বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ।
  173. ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন ফজলুল হক।
  174. Education can wait, Swaraj cannot বলেছিলেন চিত্তরঞ্জন দাশ।
  175. 1934 খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়।
  176. 1934 খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়।
  177. 1942 খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয়।
  178. 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয়।
  179. 1934 খ্রিস্টাব্দে কল্পনা দত্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
  180. শচীন্দ্রপ্রসাদ বসুর উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয়।
  181. রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়।
  182. প্রীতিলতা ওয়াদ্দেদার-এর নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয়।
  183. আনন্দমোহন বসু মিলনমন্দির প্রতিষ্ঠা করেন।
  184. মেদিনীপুরের তমলুকে 1942 খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
  185. দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি নামে আখ্যায়িত হন।
  186. ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সাসাইটির প্রতিষ্ঠাতা আশুতোষ মুখোপাধ্যায়।
  187. তিন আইন পাস হয় 1872 খ্রিষ্টাব্দে।
  188. প্রথম ভারত-সচিব ছিলেন লর্ড স্ট্যানলে।
  189. বলাকোটের যুদ্ধ হয় 1831 খ্রিস্টাব্দে।
  190. বাংলার নমঃশূদ্র আন্দোলনের জনক শ্রী শ্রী হরিচাদ ঠাকুর।
  191. পেডলার সার্কুলার গৃহীত হয় 21 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে।
  192. বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যু হয় ফাঁসিতে।
  193. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার পরিকল্পনা করেন বীণা দাস। বীণা দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা। বীণা দাস বিপ্লবী দল ছাত্রীসংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
  194. বেঙ্গল ভলান্টিয়ার্স দল গড়ে ওঠে 1928 খ্রিস্টাব্দে।
  195. দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন।
  196. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু।
  197. ভারতসভার উদ্যোগে প্রথম সর্বভারতীয় সম্মেলন আহূত হয় 1883 খ্রিস্টাব্দে।
  198. মঙ্গল পান্ডের ফাঁসি হয় 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল।
  199. মজদুর মহাজন দলের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধি(1916 খ্রীঃ)।
  200. মহাজন দর্পণ-এর প্রথম সম্পাদক ছিলেন জয়কালী বসু (1849 খ্রিস্টাব্দ)।
  201. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
  202. মেকলে মিনিট ঘোষিত হয় 1835 খ্রিষ্টাব্দে 2রা ফেব্রুয়ারি।
  203. যুগান্তর গোষ্ঠী গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে।
  204. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন মহারানি ভিক্টোরিয়া।
  205. রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1931 খ্রিস্টাব্দে।
  206. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা হয় 1916 খ্রিস্টাব্দে।
  207. লর্ড মেকলে ছিলেন কমিটি অব পাবলিক ইন্সট্রাকসনের সভাপতি।
  208. লিয়ন সার্কুলার ঘোষিত হয় 16 অক্টোবর, 1905।
  209. শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন স্থাপিত হয় কবে 1800 খ্রিষ্টাব্দে।
  210. শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে।
  211. সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম এ নেশন ইন মেকিং।
  212. সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। সারাভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক ছিলেন এন জি রঙ্গ।
  213. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি যারবেদা জেলে ছিলেন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণাকে কেন্দ্র করে গান্ধিজি যারভেদা জেলে অনশন শুরু করেন।
  214. সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু(1878 খ্রীষ্টাব্দে)।
  215. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।
  216. মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন জার্মানিতে।
  217. ভারতে মিরাট ষড়যন্ত্র মামলাকে জুডিসিয়াল স্ক্যান্ডালবলা হয়।
  218. বাঘাযতীনের পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘাযতীন নামকরণটি করেন ডা. সুরেশ প্রসাদ সর্বাধিকারী।
  219. মিত্রমেলা-র প্রতিষ্ঠাতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর।
  220. সাপুরনি সাকলাৎওয়ালা ছিলেন ব্রিটিশ সাম্যবাদী দলের একজন নেতা।
  221. সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষিত হয় 20 জুলাই, 1905 খ্রিস্টাব্দে।
  222. সতীদাহ প্রথার অবসান ঘটে 1829 খ্রিষ্টাব্দে।
  223. 1940 খ্রীষ্টাব্দে র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গড়ে তোলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
  224. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঘোষিত হয় 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করে শোনান লর্ড ক্যানিং। মহারানি ভিক্টোরিয়াকে 1877 খ্রীষ্টাব্দে ‘ভারত সম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয়।
  225. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,1849 খ্রিষ্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন।
  226. ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এক পাঞ্জাবি গৃহব্ধূ ছিলেন ভোগেশ্বরী ফুকোননী।
  227. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
  228. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম দীপালি ছাত্রীসংঘ(1926)।
  229. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন।
  230. ভারতীয়রা পর্তুগীজদের কাছ থেকে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শেখে।
  231. ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1556 খ্রিস্টাব্দে।
  232. ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক দৈনিক সংবাদপত্রের নাম মহাজন দর্পণ।
  233. ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গড়ে তুলেছিলেন কেশবচন্দ্র সেন।
  234. ভারতে প্রথম ছাপার অক্ষরে পুস্তক প্রকাশিত হয় 1557 খ্রিস্টাব্দে।
  235. ভারতের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড।
  236. রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির কাকোরি ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়।
  237. মিলন মন্দির -এর ভিত্তি স্থাপন করেন আনন্দমোহন বসু।
  238. ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ স্থাপন করেন সরলাদেবী চৌধুরাণী।
  239. ভারতে প্রকাশিত প্রথম ছাত্র সংগঠন অ্যাকাডেমিক অ্যাসসিয়েশন।
  240. ব্রাহ্ম সভা স্থাপিত হয় 1828 খ্রিষ্টাব্দে।
  241. ভারতে প্রথম সিঙ্গারভেলু চেট্টিয়ার নেতৃত্বে মে দিবস পালিত হয়।
  242. ভারতে 1917 খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয়।
  243. বুধু ভগত বিদ্রোহ ঘোষণা করেছিলেন 1831খ্রিস্টাব্দে।